• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে আলোচিত তাজেল হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৩
সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে আলোচিত তাজেল হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে গোলাপগঞ্জে আলোচিত তাজেল হত্যা মামলার আসামি সাইদ আহমদ (২২) আদালতে আত্মসমর্পণ করেছে।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাইদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে।

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ তাজেল হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। এরই মধ্যে তাজেল হত্যা মামলার আসামী সাইদ আদালতে আত্মসমর্পণ করেছে।

তিনি জানান, এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে গালাগালি জের ধরে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজার এলাকায় ছুরিকাঘাতে তাজেল নিহত হয়। সে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া (বাঙ্গালীগুল) গ্রামের ময়েন আলীর ছেলে।

পরে ২১ অক্টোবর রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও আরও ২/৩ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

৫৮ বার পড়া হয়েছে।