raising sylhet
ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলার নতুন এসপি মোহাম্মদ মাহবুবর রহমান

rising sylhet
rising sylhet
আগস্ট ২৭, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো.মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে সিলেটের এসপি আব্দুল মান্নান (বিপিএম-বার)-কে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও মৌলভীবাজারের এসপি মো. মনজুর রহমান (পিপিএম)-কে নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর আব্দুল মান্নানের স্থলে সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন মোহাম্মদ মাহবুবর রহমান। তিনি ঢাকা পুলিশ সদর দপ্তরে এসপি পদমর্যাদায় কর্মরত ছিলেন।

Advertisements

ভোলা জেলার পুলিশ সুপারকে হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান (পিপিএম-বার) ও যশোরের এসপি মো. মাসুদুল আলম (বিপিএম-বার)-কে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১০ জুলাই আব্দুল মান্নান সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগেও কাজ করেছেন তিনি।

৭৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।