raising sylhet
ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা কর আইনজীবী সমিতির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

rising sylhet
rising sylhet
মে ১৫, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট অঞ্চলের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, উন্নত স্মার্ট বাংলাদেশে বিনির্মানে রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধিতে আয়কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কর আইনজীবীদের প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিকভাবে কর প্রদানে করদাতের উৎসাহিত করতে এবং কর আহরণ বৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করা আহবান জানান।

বুধবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Advertisements

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষক ইমরুল কয়েস এফসিএ।

৯৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।