
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ৬ আগস্ট সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে তারা অবস্থান করছেন বলে জানা গেছে। অসংখ্য হত্যা মামলাও হয়ে তাদের বিরুদ্ধে। এরমধ্যেই জানা গেলে রাহেল সিরাজ কলকাতায় অবস্থান করছেন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতা শহরের মধ্যে হাঁটাহাঁটি করছেন। একপর্যায়ে একটি দোকানে গিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে ঐ ব্যক্তি পরিচয় শনাক্ত হওয়া যায়নি।
ভিডিওতে কলকাতার আভিজাত্য হলুদ ট্যাক্সিও দেখা গেছে। ভিডিওটি কলকাতা শহরের নিউ মার্কেট এলাকা বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও —–https://www.facebook.com/reel/1022068289462519
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।