জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বুধবার এ কমিটি অনুমোদন করেছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দপ্তর সেল থেকে প্রকাশ করা হলো।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার দিবাগত রাতে সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য বিশিষ্ট ও সিলেট মহানগর শাখার ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। জেলা যুবদলের বর্তমান দুই কান্ডারি সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সাথে এবার নতুন নেতার নাম যুক্ত হল। তিনি হচ্ছেন সিলেট জেলা ছাত্রদলের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি। তাকে এবার দেওয়া হয়েছে সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বভার।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসরুল রাসেল তাকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মাসরুল রাসেল।