raising sylhet
ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-ঢাকা পথে নতুন ট্রেনের নাম নিয়ে বি ত র্ক

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৫, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেট থেকে ঢাকা রুটে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। ওই ট্রেনের নাম ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামকরণ করা হয়েছে। ট্রেনের নামকরণ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ট্রেনটি সুনামগঞ্জ জেলার কোনো উপজেলায় যাবে না জেনেও ওই এলাকার হাওরের নামে ট্রেনটির নামকরণ করায় সিলেটের নেটিজেনরা হতবাক।

নেটিজেনদের দাবি, নতুন ওই ট্রেনের নামকরণ করতে হবে ‘হাকালুকি এক্সপ্রেস’ নামে। সিলেট ও মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর। সদ্য যুক্ত হওয়া ট্রেনটি মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের আওতাধীন কুলাউড়া উপজেলা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা হয়ে সিলেট শহরে যাবে। তাই ওই এলাকার হাকালুকি হাওরের নাম অনুসারে ‘হাকালুকি এক্সপ্রেস’ করার দাবি তাদের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা-সিলেট রুটে সদ্য যুক্ত হতে যাচ্ছে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’। এই ট্রেনের বিশেষত্ব হল ট্রেনটি মাত্র দুইটি স্টেশনে বিরতি নেবে। সিলেট থকে ছেড়ে এসে শ্রীমঙ্গলে এবং ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর স্টেশনে থামবে। সব মিলিয়ে সাড়ে ৫ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে ট্রেনটি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম তারিখ হতেই ট্রেনটি সিলেট-ঢাকা রুটে চলাচল শুরু করবে।

Advertisements

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ হাওর ও এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর। সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন হাকালুকি হাওরের বুক দিয়ে চলাচল করবে। ট্রেনটি সুনামগঞ্জ জেলার ধারে কাছেও যাবে না। কিন্তু সুনামগঞ্জ জেলার হাওরের নামে ট্রেনের নামকরণ করা হয়েছে। নতুন ট্রেনটির ‘হাকালুকি এক্সপ্রেস’ নামকরণ করা হোক।

তিনি আরও বলেন, এ দাবি শুধু ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর নয়, এ দাবি সিলেট ও মৌলভীবাজার জেলাবাসীর।

২২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।