raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪

সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

rising sylhet
rising sylhet
মে ১৬, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তিলি বাজার, চন্ডিপুল এলাকার রাস্তা অবরোধ করেন তারা। পরে সন্ধ্যা সোয়া ৭টা দিকে পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে অবরোধ প্রত্যাহার করে তারা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বর্তমানে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।

এদিকে, অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একদিকে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ।

এর আগেও এ বছরের ৬ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।

জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, ২০২১ সাল থেকে পরিবহন শ্রমিকদের কাছ থেকে তাদের চিকিৎসা ও বিভিন্ন ভাতা বাবদ ৩০ টাকা তোলা হচ্ছে। আজ দক্ষিণ সুরমার তিলি বাজার এলাকায় এই টাকা উত্তোলনের সময় আমাদের কয়েকজন পরিবহন শ্রমিকদের আটক করার চেষ্টা করে পুলিশ। এ ঘটনার প্রতিবারদে পরিবহন শ্রমিকরা তিলি বাজার, চন্ডিপুল এলাকা অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসনের সাথে কথা ঘটনাস্থলে আসেন। তাদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়।

৮৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।