জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::সিলেট তামাবিল জাফলং মহাসড়কে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির প্রতিবাদে চিকনাগুল ইউনিয়নবাসীর ডাকে ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টা হতে জৈন্তিয়া গেইট নামক স্থান হতে অনির্দিষ্ট সময়ের সকল প্রকার যান চলাচল বন্ধ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান সিলেট তামাবিল মহাসড়ক মৃত্যুর আরেক নাম ডিআই ও এইচ পিকআপ গাড়ী গুলো৷ প্রশাসনের কাছে আমাদের দাবি বিগত ৬ মাসে যেসকল দূর্ঘটনা ঘটেছে এসব ঘটনায় জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে৷ লাইসেন্স বিহীন চালক ও শিশু চালকদের মাধ্যমে যানবাহন চালানো বন্ধ করতে হবে, প্রতি মাসে দুইবার যানবাহন নিয়ন্ত্রন আইনে সিলেট তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করতে হবে৷ ডিআই ও এইচপিকআপ গাড়ী যোগে চোরাচালানের গরু-মহিষ, চোরাচালান পণ্য পরিবহন বন্দ করতে হতে, নাম্বার বিহীন টোকেন পরিচালিত সিএনজি আটোরিক্সা বন্দ করতে হবে ৷ মহাসড়কে টমটম ও ইজিবাইক চলাচল বন্ধের দাবীতে আন্দোলন কর্মসূচী পালিত হচ্ছে।
এদিকে অবরোধ কর্মসূচী প্রত্যাহারের জন্য জৈন্তিয়া প্রবেশ গেইট এলাকায় উপস্থিত হয়ে আন্দোলন কারীদের আলোচনা করছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সার্কেল এএসপি শাহিদুর রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, জেলা পুলিশের টিআই রফিক আহমেদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি আব্দুছ সালাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী৷
প্রসঙ্গ : ১৮মার্চ সোমবার (১৮ মার্চ) সিলেট তামাবিল মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাম্মুখে গরু বোঝাই পিকআপ ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৬জনের মৃত্যু হয়, চিকিৎসাধীণ রয়েছেন ২জন৷