ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট তিন থানার ওসি বদলি

rising sylhet
rising sylhet
জুলাই ৪, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট তিন থানার ওসি বদলি ।

সিলেটের কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুর এবং হবিগঞ্জের মাধবপুর এই তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

তাদের জায়গায় নতুন তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলির আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে ও সূত্রোল্লিখিত স্মারকের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থল হতে অন্যত্র বদলি/প্রত্যাহারের অনুমতি প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম এর স্বাক্ষরিত এক আদেশে সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সুনামগঞ্জের তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এবং হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খানকে বদলি করা হয়।

৯৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।