সিলেট দলদলি চা বাগান থেকে মাদকব্যবসায়ীকে আটক।
সিলেটে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৯মে) রাত ৮টার দিকে দলদলি চা বাগানস্থ একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককালে তার কাছ থেকে এক কেজি ওজনের ২০০ পুরিয়া গাঁজা ও ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ওই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মহানগরের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃত ৪২ বছর বয়সী শংকর দাশ দলদলি চা বাগানের মৃত শিবা দাশের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।