• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট নগরীতে এই হরতালের প্রভাব অনেকটাই ঢিলেঢালা

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৩
সিলেট নগরীতে এই হরতালের প্রভাব অনেকটাই ঢিলেঢালা

সিলেট নগরীতে এই হরতালের প্রভাব অনেকটাই ঢিলেঢালা।

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। তবে সপ্তাহের প্রথম দিনে সিলেট নগরীতে এই হরতালের প্রভাব অনেকটাই ঢিলেঢালা।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টা-১০টা পর্যন্ত সিলেট নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার, সোবানিঘাট,মেন্দিবাগ পয়েন্ট, হুমায়ূন চত্বর , কদমতলী , রিকাবি বাজার , আম্বরখানা পয়েন্ট , টিলাগড় সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

এদিন হরতাল থাকলেও সকালে অফিসগামী যাত্রীদের নির্বিগ্নে এবং স্বাভাবিকভাবেই গন্তব্যে যেতে দেখা গেছে।

সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও, গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল ছিল বাধাহীন।

এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে সিলেট নগরীর কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে শনিবার (১৮ নভেম্বর) রাতে বন্দর বাজার এলাকায় মশাল মিছিল করে বিএনপি।

রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের এই হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায়।

৪৪ বার পড়া হয়েছে।