নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় এবং ওজনে হেরফের সিলেট নগরীরর আম্বরখানায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করেছে সিলেট জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ মাচ) বিকালে অভিযান পরিচালনা করে আম্বরখানা এলাকার বিসমিল্লাহ স্টোরকে ওজনে হেরফর কারায় ৫ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় পানসি বাজার ৫ হাজার টাকা জরিমানা করা হয়
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, বাজার মনিটরিংএর অংশ হিসেবে সিলেট মহানগরীর আম্বরখানার বিভিন্ন দোকানে অভিযান পরিচানলনা করা হয়েছে। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজর টাকা জরিমানা করে হয়েছে। রমজনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই অংশ নেয়।
৭৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।