ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীর উপশহরে ছিনতাই, থানায় মামলা

rising sylhet
rising sylhet
আগস্ট ২২, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রির্পোটার: সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন উপশহর এইচ ব্লকের এলাইছ মিয়ার পুত্র ছাব্বির হোসেন।

গত শুক্রবার (২ জুলাই) রাত ১০:৩০ মিনিটের সময় শাহজালাল উপশহর এলাকার ই ব্লকের প্রধান সড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ। ছিনতাইয়ের ঘটনায় মোঃ ছাব্বির হোসেন বাদী হয়ে ৮ জনকে মুল ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে শাহপরান থানায় অভিযোগ দায়ের করার প্রক্ষিতে ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মামলাটি এফআইআর ভুক্ত করা হয়। শাহপরান থানার মামলা নং- ০৯-২০২৪ইং।

মোঃ ছাব্বির হোসেন, জানান মামলায় অভিযুক্ত আসামীরা, উচ্ছশৃংঙ্খল দাঙ্গাবাজ, দলবদ্ধ সন্ত্রাসী, ছিনতাইকারী, গত ০২/০৮/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০:৩০ ঘটিকার সময় আমার বর্তমান ঠিকানার বাসা নং-২৯৫, ব্লক- এইচ, রোড নং-০৩, থেকে বসতবাড়ী ফেঞ্চুগঞ্জ নুরপুর যাওয়ার পথে শাহজালাল উপশহর ব্লক-ই মেইন রোড উপর আসা মাত্র মামলার এজহারভুক্ত সহ অজ্ঞাতনামা ৭/৮ জন ছিনতাই করার উদ্দেশ্যে আমাকে ঝাপটে ধরে আমার সাথে থাকা নগদ ২৩২০/- (দুই হাজার তিনশত বিশ) টাকা এবং ব্যবহৃত আইফোন ১০ এক্সএস ছিনিয়ে নিয়ে যায়। মামলার আসামিরা হলেন, সারোয়ার হোসেন চৌধুরী (৩২), পিতা- ময়নুল মিয়া ময়নুল হক, সাং- অজ্ঞাত, নজির আহমদ (৩৫), পিতা- আব্দুর রহিম, সাং- টিলাগড়, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট , ইয়াছিন সুমন (৩৭), পিতা- অজ্ঞাত, সাং- চারাদিঘীরপাড়, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, রুমন খান রুমন ডাকাত (৩১), পিতা- জমশেদ আলী জমশেদ ডাকাত, সাং- মিরাপাড়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, হোসাইন আহমদ হাসান (৩২), পিতা- আব্দুস সালাম চৌধুরী, সাং- মোহাম্মদপুর, মেজরটিলা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, দিলাল আহমদ (৩০), পিতা- অজ্ঞাত, সাং- খাদিমপাড়া, পোঃ খাদিম নগর- ৩১০৩, থানাঃ শাহপরাণ (রহঃ), জেলাঃ সিলেট, সাহেল তপাদার (৪০), পিতা- দবির আহমদ তপাদার, গ্রাম- বেরাখাল, থানা- ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা- ধোপাদিঘীরপাড়, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, বেলাল মিয়া, পিতা- মৃত জিয়াবুল মিয়া, সাং- মাটিহানী, থানা- ওসমানী নগর, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা- শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।

৪৮৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।