
উন্নত গ্রাহক সেবা, নিরাপদ খাদ্য ও বাসস্থানের মান উন্নয়নের স্বপ্ন নিয়ে সিলেট নগরীর হযরত শাহপরাণ (রহ:) মাজার সংলগ্ন এলাকার সদর উপজেলার রাস্তার বিপরীত পাশে আনুষ্টানিক ভাবে যাত্রা শুরু করলো সিলেট গ্রান্ড রোজ গার্ডেন হোটেল আবাসিক ও পার্টি সেন্টার উন্নত রেষ্টুরেন্ট।
৬ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টার দিকে বিশেষ মোনাজাতের মাধ্যমে হোটেলটির উদ্বোধনী অনুষ্টানের সূচনা করনে সাহেব কিবলা আল্লামা ফুলতলীর নাতি মাওলানা মো: রেদোয়ান আহমদ চৌধুরী (ফুলতলী)। আনুষ্টানিক ভাবে ফিতাকেটে হোটেল ও পার্টি সেন্টারটির উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল হক। উদ্বোধনী অনুষ্টানে অংশ নেন সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের মালিক ও কর্নধারগন। উদ্বোধনী অনুষ্টানে হোটেলের ব্যবসার সাফল্য কামনা ও সার্বিক সহযোগীতা চেয়ে স্বাগত বক্তব্য রাখেন গ্রান্ড রোজ গার্ডেন হোটেলের সম্মনিত ম্যানেজিং ডিরেক্টর মো: মাছুম আহমেদ, ডিরেক্টর এন্ড ফিন্যান্স মো: মিসবাহ উদ্দিন, ডিরেক্টর মো: ফখরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ডিরেক্টর মো: সেলিম আহমদ সেলু, ডিরেক্টর মো:মাসুদ আহমেদ, ডিরেক্টর মো:রিয়াদ বিন কিবরিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল হক বলেন, সিলেট নগরীর একটি পর্যটন অধ্যুসিত এলাকা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার পর্যটক আসেন সিলেটের শাহজালাল (রহ:) ও শাহপরাণ (রহ:) মাজার জিয়ারতসহ সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে। কিন্তু তাদের সেবার জন্য এবং নিরাপদে থাকার জন্য সিলেট নগরীতে ব্যাপক আকারে পরিষ্কার পরিচন্ন আবাসন ব্যবস্থার প্রয়োজন হলে। অনুমান অনুসারে যা আছে তা সামান্য গুটি কয়েকটি। উন্নত গ্রাহক সেবার মান উন্নয়ন আর নিরাপদ খাদ্য ব্যবস্থার নিশ্চয়তা নিয়ে সিলেটের যুবকরা আজকে যে ভাবে এগিয়ে আসছেন সেটি প্রশংসার দাবী রাখে। আমি আশা করি সিলেটে গ্রান্ড রোজ গার্ডেন হোটেলটি গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের পাশাপাশি সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে সব রকম সিকিউরিটির ব্যবস্থা গ্রহণ করবেন। আমি তাদের ব্যবসার উত্তোর উত্তোর সাফল্য কামনা করে সকলের সহযোগীতা কামনা করছি।