সিলেট নগরে মশাল মিছিল আটক ১।
আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘন্টার হরতাল সফলে সিলেট নগরে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল ও যুবদল। মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি নিজের নাম কালা মিয়া বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীদের।
আজ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় মিছিলটি বের করা হয়।
নগরের পূর্ব বন্দরবাজারে রংমহল শপিং মলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে শেষ হয়। এসময় সেখানে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
১৭১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।