সিলেট বিএনপির গণমিছিলে যুবদল,ছাত্রদলের মিছিল সহকারে রেজিষ্টারী মাঠে যোগদান।
সিলেট জেলা ও মহানগর বিএনপি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ।
আজ বুধবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।
বিকাল ৩ ঘটিকায় ফ্যাসিষ্ট শেখ হাসিনা কতৃর্ক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির গণমিছিলে যুবদল,ছাত্রদলের মিছিল সহকারে রেজিষ্টারী মাঠে যোগদান করে ।
এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দীকি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।