ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের ৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভবনা

rising sylhet
rising sylhet
এপ্রিল ১, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের ৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি অন্যান্য বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছেন।

তিনি লেখেন, রাজধানী ঢাকার ওপর দিয়েও শুক্রবারের মতো আজ শনিবার (১ এপ্রিল) কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাত ১০টা থেকে মধ্যরাত ২টার মধ্যে এ ঝড় বয়ে যেতে পারে। এছাড়া রাতে ঢাকা বিভাগের সব জেলায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

খুলনা বিভাগের বিষয়ে লেখেন, গতকালের মতো আজ রাতেও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময় রাত ৮টা থেকে ১২টা।

বরিশাল বিভাগেও গতকালের মতো আজ রাতেও বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য সময় রাত ১১টা থেকে ভোর ৪টা।

চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে আজও কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময় রাত ৩টা থেকে ভোর ৬টা।

রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

১০২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।