
রাইজিংসিলেট- সিলেটবাসীর জন্য করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে—এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল জুলাই মাসের প্রথম তিন দিনেই নতুনভাবে ভর্তি হয়েছেন ৪ জন। বর্তমানে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন সিলেট সদর ২৫০ শয্যার হাসপাতালে এবং একজন রয়েছেন হবিগঞ্জ সদর হাসপাতালে।
জেলাভিত্তিক ডেঙ্গু সংক্রমণের চিত্র অনুযায়ী:
সিলেটে ১০ জন
সুনামগঞ্জে ১০ জন
হবিগঞ্জে ১৪ জন
মৌলভীবাজারে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পর্যবেক্ষণ ইউনিট জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বাড়তে পারে—এ কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিচ্ছে তারা।
অন্যদিকে, সিলেট বিভাগে এ বছর এখন পর্যন্ত মোট ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। সদ্য পাওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি বা মৃত্যুবরণ করেননি। তবে চলতি বছরে করোনায় মোট ২ জনের মৃত্যু হয়েছে।