ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে করোনা পরিস্থিতি স্থিতিশীল, ডেঙ্গুতে সতর্কতা জরুরি

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সিলেটবাসীর জন্য করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে—এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল জুলাই মাসের প্রথম তিন দিনেই নতুনভাবে ভর্তি হয়েছেন ৪ জন। বর্তমানে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন সিলেট সদর ২৫০ শয্যার হাসপাতালে এবং একজন রয়েছেন হবিগঞ্জ সদর হাসপাতালে।

জেলাভিত্তিক ডেঙ্গু সংক্রমণের চিত্র অনুযায়ী:

সিলেটে ১০ জন

সুনামগঞ্জে ১০ জন

হবিগঞ্জে ১৪ জন

মৌলভীবাজারে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পর্যবেক্ষণ ইউনিট জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বাড়তে পারে—এ কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিচ্ছে তারা।

অন্যদিকে, সিলেট বিভাগে এ বছর এখন পর্যন্ত মোট ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। সদ্য পাওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি বা মৃত্যুবরণ করেননি। তবে চলতি বছরে করোনায় মোট ২ জনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।