
রাইজিংসিলেট- সিলেট বিভাগে নিয়ন্ত্রণে ডেঙ্গু ও কোভিড পরিস্থিতি। সিলেট বিভাগে ডেঙ্গু ও করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার (৭ জুলাই) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের কোনো নতুন রিপোর্ট পাওয়া যায়নি। তবে একই সময়ে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে সিলেট জেলায় ১০ জন, মৌলভীবাজারে ৩ জন, সুনামগঞ্জে ১২ জন এবং হবিগঞ্জে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
করোনা পরিস্থিতির বিষয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জনের করোনা পরীক্ষা করা হলেও কেউই পজিটিভ হননি। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত অবস্থায় ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যারা হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এ পর্যন্ত বিভাগজুড়ে মোট ৫১৫টি করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৬০টি এবং মৌলভীবাজারে ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৮ জন, এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।