ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
জুলাই ৫, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ জুলাই) নগরীর কালীঘাটস্থ সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মুনিম।

অনুষ্ঠানে বিগত কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউল হক ও সাধারণ সম্পাদক হাজী দিলওয়ার হোসেন নবনির্বাচিত সভাপতি হাজী নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। একই সাথে অনুষ্ঠানে সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাজী দিলওয়ার হোসেন নতুন সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিনকে ব্যাংক স্টেটমেন্ট সহ সমিতির যাবতীয় আর্থিক হিসাব প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্ঠা মন্ডলী ও ১১ সদস্য বিশিষ্ট ২০২৫-২৮ ত্রিবার্ষিক মেয়াদের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন সভাপতি নজরুল ইসলাম মুনিম।

সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মুনিম বলেন, সিলেট ব্যবসায়ী সমিতি সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন। সবাইকে সাথে নিয়ে বৃহত্তর কালীঘাট এলাকার ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে চাই। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সিলেটের প্রধান বাণিজ্যিক এলাকা কালীঘাট, লালদীঘিরপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, চাউল বাজার ও ডাকবাংলা রোডে ব্যবসার সুন্দর ও সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় সাবেক সভাপতি জিয়াউল হক ও সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেনসহ ব্যবসায়ীরা সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিলেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. আমিনুর রহমান ইমন ও সমিতির সচিব মনোজ কুমার দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম শামীম, হাজী আবুল কালাম ও হাজী আব্দুল আহাদ, প্রধান নির্বাচন কমিশনার হাজী ফারুক আহমদ, নির্বাচন কমিশনার হাজী আবুল কালাম, হাজী আব্দুল মঈন কয়সর, ফালাহউদ্দিন আলী আহমদ ও নীলাঞ্জন দাস টুক,ু কার্যকরী পরিষদের সহ-সভাপতি হাজী মো. মকবুল হোসেন, হাজী মো. বাবুল মিয়া ও হাজী মুহাম্মদ সাদেক, সহ-সাধারণ সম্পাদক হাজী খুবেব হোসেন ও এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, দপ্তর সম্পাদক মো. আব্দুল হক, প্রচার সম্পাদক ইখতিয়ার হোসেন আরাফাত, সদস্য হাজী আবুল মকছিন নাছির, মোহাম্মদ হুরায়ারা ইফতার হোসেন. সৈয়দ মুহিবুর রহমান মুরাদ, মোঃ হাসান আহমদ, নীলমনি কর্মকার, মোহাম্মদ আখতারুজ্জামান দৌলা, হাজী মোহাম্মদ আতিক হোসেন, মোহাম্মদ শাহ আলম শাহীন, কাজী মুস্তাফিজুর রহমান, সুমন চন্দ্র দাস, মোঃ আব্দুল ওয়াহিদ জাবেদ, হাজী মকবুল হোসেন, হাজী মোহাম্মদ আব্দুল গফফার মিন্ট,ু হাজী মুহাম্মদ রহমত মিয়া, হাজী মোহাম্মদ খালেদ হোসেন, জেবুল আহমদ, আফজল আহমদ স্বাধীন, মোহাম্মদ আছাব উদ্দিন, সৈয়দ আনোয়ার হোসেন, আলহাজ্ব আবুল হোসেন হুমায়ুন, এম এ হান্নান, হাজী মুহাম্মদ সাদেক, হাজী আমিন উদ্দিন, মোহাম্মদ রেজা চৌধুরী, মোহাম্মদ জুনেল আহমদ, আব্দুল বাছিত জায়গীরদার, মাহবুবুর রহমান জনি, মারুফ আহমদ, আমিনুর রহমান ইমন, আমিনুর রশিদ, নুরুল হক, হাজী মোহাম্মদ আলাউদ্দিন, হাজী বাবুল মিয়া, হাজী মতিউর রহমান, মোহাম্মদ মামুনুর রশিদ, হাজী তফাজ্জুল হাসেন খান, মো. আব্দুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।