সিলেট মহানগরের কাষ্টঘরে অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত পাইপ থেকে ১৭টি তাজা বুলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ৩টার দিকে র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে বুলেটগুলো উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
তিনি জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘরের একটি পরিত্যক্তি ঘরের সঙ্গে যুক্ত একটি পাইপে পড়ে থাকা এই ১৭টি বুলেট উদ্ধার করা হয়েছে। পাইপটিও বহুদিন ধরে অব্যবহৃত। এসময় কাউকে আটক করা যায়নি।
২৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।