ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ১৭ই মার্চ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ২টা ৩০ মিনিটে শিশু কিশোরদের অংশ গ্রহণে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

১৮ই মার্চ শনিবার বিকাল ৪টায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত শান্তি সমাবেশ এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

কর্মসূচীতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

উল্লেখ্য,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি সমাবেশের কর্মসূচী।

১২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।