• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট মহানগর ও জেলা বিএনপি ঘোষিত স্থানে কর্মসূচি পালন করতে পারেনি

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩

কেন্দ্রের নির্দেশে সিলেটে আজ শনিবার (১ এপ্রিল) পৃথক স্থানে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। বেলা ২টা থেকে জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার চন্ডিপুলে ও মহানগরের কর্মসূচি চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে শুরু করার কথা ছিলো।

কিন্তু ‘পুলিশি নিষেধাজ্ঞায়’ চন্ডিপুলে জেলা বিএনপি কর্মসূচি শুরু করতে পারেনি। এর বদলে চন্ডিপুলের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছ। সব অপ্রীতিকর ঘটনা ঠেকাতে চন্ডিপুলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে, মহানগর বিএনপি দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে কর্মসূচি শুরু করেছে। চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ‘পুলিশি নিষেধাজ্ঞা’ ও পুলিশ মোতায়েন থাকায় সেখানে কর্মসূচি পালন করতে পারেনি তারা।

পুলিশ বলছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন নির্দেশনা অনুযায়ী খোলা স্থানে কর্মসূচি পালন না করতে বলা হয়েছে। ইনডোরে করতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

১৮ বার পড়া হয়েছে।