সিলেট মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়ে মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল।
গত শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বের হয়। মিছিলটি নগরীর বালুচর নতুন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় নতুন বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক মেম্বার মোঃ কাঁচা মিয়ার সভাপতিত্ব ও হোসেন আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মো: মঈনুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক জেলা যুবদল ইকবাল হোসেন গেদু ,সহ সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মহানগর যুবদল হোসেন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সুমন, কৃষি বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান তুহিন, সদস্য মো. সাগর আলী।
মিছিলে আরও ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা আকবর আহমদ, কবির আহমদ, আব্দুল আলিম, তুফায়েল আহমদ, রুপা মিয়া, কয়েস আহমদ ,বলিক হোসেন, মনির আহমদ, মকলিছ মিয়া, বাবলা আহমদ, ইব্রাহিম আহমদ, সুমন আহমদ, রাকিব আহমদ, আকবর আহমদ, কালাম আহমদ, সোহেল আহমদ, চমক মিয়া, খসরু আহমদ, কছয়ে আহমদ,সোহাগ আহমদ, অলি আহমদ, গোলাপ মিয়া, মধু মিয়া, রহমত আলী, হাবিব আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দদের অভিনন্দন এবং যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের সিলেট মহানগর যুবদলের দায়িত্ব দেয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সিলেট মহানগর যুুবদল আরো সহসী ভূমিকা পালন করবে। বক্তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী পরিবারকে কাজ করার আহবান জানান।