জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গড়তে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শ্রমিকরা রাষ্ট্রের অর্থনীতির চালিকা শক্তি তাদের ন্যায্য অধিকার ও প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অধিকার আদায়ের সকল সংগ্রামে শ্রমিকরা সবার সাথে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রাম করে গেছে। তাদেরকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মালিক-শ্রমিক সবাইকে এক কাতারে এসে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। দেশে ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে হবে। সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে কার্যকর ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদক (দায়িত্বশীল) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা হাফিজ ফারুক আহমদ ও মহানগর পেশাজীবি-২ থানার আমীর আব্দুল্লাহ আল মাহমুদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, এস.এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম প্রমুখ।
সম্মেলনে সিলেট মহানগরীর সকল থানা ও ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।