raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অবরুদ্ধ-কর্মসূচি স্থগিত

rising sylhet
rising sylhet
নভেম্বর ৭, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিং সিলেট :: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ক্যাম্পাসে ফিরলে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে ফিরেন উপাচার্য।

Advertisements

২ ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছালে উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা করে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ’ কর্মকর্তা-কর্মচারী দুই বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত। এসব কর্মকর্তা-কর্মচারী এডহকে নিয়োগ পেলেও তাদের চাকুরি স্থায়ীর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এডহকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর অনেককে বিনা বেতনে দীর্ঘদিন ধরে কাজও করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও কোন কর্মকর্তা-কর্মচারীর চাকুরি স্থায়ী করতে পারেননি তিনি। এই অবস্থায় আন্দোলনে নামেন এডহকে চাকুরির মেয়াদ উত্তীর্ণরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলন আরও জোরদার হয়। দীর্ঘদিন ধরে চাকুরি স্থায়ী না হওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানকে দায়ি করেন। হাসিনা সরকার পতনের পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে আসেন উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। খবর পেয়ে চাকুরিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে ভিড় করেন এবং উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন।

৩৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।