সিলেট সদর উপজেলা যুবদল থেকে ডালিমকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেট সদর উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরীকে বহিস্কার করা হয়েছে। সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মকসুদ আহমদ এর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
(১৮ মে) বুধবার গণমাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশ এর বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরীকে সংগঠন থেকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিস্কার করা হয়। এবং এ বহিস্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।