ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি-এর বিভিন্ন সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ক্রিম, ফেসওয়াশ, কাবেরী মেহেদি, চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, শিং মাছ এবং বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়েছে।

এছাড়া জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনটি গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আটক করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক–অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।