
রাইজিংসিলেট- সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি-এর বিভিন্ন সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ক্রিম, ফেসওয়াশ, কাবেরী মেহেদি, চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, শিং মাছ এবং বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়েছে।
এছাড়া জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনটি গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আটক করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক–অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।