
রাইজিংসিলেট- সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৭ আগস্ট ভোরে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি টহল দল ২৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে, যার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।
এর আগের দিন, ২৬ আগস্ট দুপুরে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় সুপারি জব্দ করা হয়। এই চালানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা।
দুই অভিযানে মোট ১ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে সীমান্তে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।