
রাইজিংসিলেট- সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ৩৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টাকালে ১৯ জনকে আটক করে বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের মধ্যে রয়েছে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম ও পাবনা জেলার বাসিন্দা।
একই দিনে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি সীমান্তের বাগানবাড়ি এলাকা থেকে আরও ২০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে পুশ-ইন বা জোরপূর্বক অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি ও আভিযানিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।