
সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ সিলেট-১ আসন থেকে সিলেট-৩ আসনে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন । তারা সরকারের এমন প্রস্তাবনাকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন।
শুধু জাতীয়তাবাদী নেতৃবৃন্দই নয়, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সচেতন কোনো মনুষই সরকারের এমন প্রস্তাবনা মেনে নিতে পারছেন না। বরং এই সিদ্ধান্ত তাদের হতাশও করেছে।
শুক্রবার দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে অনুষ্টিত এক সভা থেকে তারা এমন ঘোষণা দিয়েছেন।
কারণ, সিলেট সিটি কর্পোরেশনের জন্মলগ্ন থেকেই এই তিন ওয়ার্ড সিলেট-১ আসনের সঙ্গে সংযুক্ত। বিষয়টি এখন তাদের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ বলেই তারা মনে করছেন।
কেবল ঐতিহ্যই নয় সম্মানেরও। সিলেট-১ আসনের সাথে সংযুক্ত থাকাটাকে অনেকে বিশেষ মর্যাদার বলেও মনে করেন। তাছাাড়ও আছে উন্নয়ন প্রশ্ন।
এই তিন ওয়ার্ডের অধিবাসীরা মনে করছেন, সিলেট-৩ এ তাদের যুক্ত করা হলে তারা কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, সিলেট-১ আসনের চেয়ে সবসময় এ অঞ্চলের অন্যান্য আসনগুলো উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ওয়ার্ডগুলোর বাসিন্দারা জনমত গঠনে মাঠে নেমেছেন।
তারই অংশ হিসাবে শুক্রবার ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এক সভায় মিলিত হন।
তারা বলেন, আমরা মনে করি এটি একটি ষড়যন্ত্রের অংশ। তাই স্থানীয়দের কথা চিন্তা করে এই প্রস্তাবনা আলোকে কোনো সিন্ধান্ত গ্রহণ না করতে এলাকাবাসী জোর দাবী জানাচ্ছি। যদি কোনো কারণে আমাদের সিলেট-১ থেকে ৩ সংসদীয় আসনে নেয়া হয় তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবো।
সভায় বক্তরা বলেন, সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই ৩টি ওয়ার্ড সিলেট-১ আসনের সাথে আছে। আমাদের সকল ধরনের প্রয়োজনী কাগজপত্রসহ সবকিছুতে সিলেট-১ আসনের অধিনে রয়েছে। হঠাৎ করে এধরনের প্রস্তবনা সঠিক নয়।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও আখতার রশিদ চৌধুরী, সমাজ সেবা সম্পাদক ডা. এম এ হক বাবুল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম ইমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হাবিব আহমদ প্রমুখ।