ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিসিকের খোজারখলায় লায়ন খায়রুন্নেছা শেলীর উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
জুলাই ৫, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী লায়ন খায়রুন্নেছা শেলীর উদ্যোগে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা শনিবার (৫ জুলাই) সকালে খোজারখলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী।

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ মাজহার উদ্দিন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ান, খোজারখলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সমাজসেবী, রাজনীতিবীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীদের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি চিকিৎসক টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের চশমা ও ঔষধ প্রদান করেন এবং বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করানো হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। সময় মতো চোখের যত্ন ও চিকিৎসা গ্রহণ না করলে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়। সমাজের দরিদ্র ও অল্প আয়ের মানুষগণ যা আয়-রোজগার করেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক তেমনই এই সময়ে সমাজসেবী লায়ন খায়রুন্নেছা শেলীর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
বক্তারা, তাঁর মতো সমাজের বিত্তবান ও সমাজসেবীদেরকে দেশ, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।