ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিসিকে আমরা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাই নাই

rising sylhet
rising sylhet
মে ২৭, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিসিকে আমরা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাই নাই ।

নগরীর জিন্দাবাজার জল্লারপাড় রোডে ড্রেনের উপর স্থাপনা নির্মাণ করায় দূর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীরা।

সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা হেলেনের কথিত পার্টনার মিছবাহুল ইসলাম কয়েস প্রশাসনকে ব্যবহার করে অবৈধভাবে ড্রেনের উপর পানি চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণ করেছেন এইচএম কর্পোরেশনে নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঘনিষ্ঠজন হিসেবে হেলেন-কয়েস ক্ষমতার অপব্যবহার করেও দাপট দেখিয়েছেন এক তরফা। তার দাপটের কাছে অসহায় ছিলেন আওয়ামী লীগের নেতারা। সেই হেলেনের ব্যবসায়িক পার্টনার কয়েস পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

এই বিষয়নি দীর্ঘ দিনযাবত সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে গিয়ে বাব বার দেখা করেও কোনো সমাধার পাচ্ছেন না ব্যবসায়ীরা।

সর্বশেষ ব্যবসায়ীরা একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েক বাব অভিযান করলেও সিসিক কোন প্রদক্ষেপ গ্রহণ করে নি। মঙ্গলবার সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর ঘটনাস্থল এসে কর্মীদের দিয়ে নির্মাণাধিন ড্রেনের উপর রাস্তার সকল কিছু পরিস্কার করেন।

এসময় উপস্থিত ব্যবসায়ীরা জানান, সিসিকে আমরা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাই নাই। তারা ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক ড্রেনের উপর প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তাই সিসিকে কঠোর হতে হবে যাতে এই সকল অপরাধীরা আবারও ড্রেনের উপর স্থাপনার নির্মাণ করতে না পারে।

বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেন, ব্যবসায়ীদের স্বার্থে সিসিক পাশে রয়েছে। আমরা ব্যবসায়ীদের স্বার্থে তাদের পরামর্শ অনুসারে কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।