ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া আবু রায়হান ওরফে ওয়াসিম হাসান নামে এক বাংলাদেশি কিশোরকে (১৭) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কিশোর আবু রায়হান ইসলাম অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকার কৃষক রেজাউল করিমের ছেলে। সে দিনাজপুর জেলায় একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিজিবির কাছে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন টোকাপাড়া বিওপির কমান্ডার শফিকুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া কিশোর আবু রায়হানকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্তের ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকার সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে বৃহস্পতিবার সকালে কিশোর ওয়াসিমকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, দুপুরে বিজিবি ওই কিশোরকে থানায় নিয়ে আসেন। বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৯৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।