ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবককে আ ট ক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৫, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বম্ভরপুরের চিনাকান্দী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একলাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জিগাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভোর সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত পিলার ১২১০/৪-এস এর জিগাতলা নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সম্ভবত তারা চোরাকারবারিতে যুক্ত।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আটককরা হলেন—বিশ্বম্ভরপুরের শিলডোয়ার গ্রামের মো. কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪) ও রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক (২৫)।

৭৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।