রাইজিংসিলেট- সুখবর দিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের বড় একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। দেশের অন্যান্য স্থানের ৩৯ হাজার ৩৪৪ কোিিট টাকার ৪৪টি প্রকল্পের মধ্যে সিসিক’র প্রকল্পটির ব্যয় ১৪শ’ ৫৯ কোটি টাকা। সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোসহ নগরীর সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য এই প্রকল্প।
দায়িত্ব গ্রহণের শুরুতে বড় এই প্রকল্পটি অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর সাথে সাথে ধন্যবাদ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেনকেও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি সবার সহযোগীতায় নগরবাসীর সার্বিক কল্যাণে একটি আদর্শ বাসযোগ্য নগরীর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
৫৪ বার পড়া হয়েছে।