ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুখবর দিলো সরকার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য

rising sylhet
rising sylhet
জুলাই ১, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সুখবর দিলো সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ।

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমানোর হয়েছে। ‘এক দেশ, এক রেট’ আইএসপিদের জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। ফলে এখন ১০ এমবিপিএসের ৭০০ টাকার ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ গ্রাহকরা পাবেন ৫০০ টাকায়।

এ সময় মাসিক ইন্টারনেট বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে তা আদায় করার কথাও জানায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানায় সংগঠনটি, যা ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস-এর প্যাকেজ দেয় না। আইএসপিগুলো কমবেশি গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেই অনুযায়ী আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এ প্রসঙ্গে বলেছেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেস্কে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই সূচকে বাংলাদেশের অবস্থানকে আরও উপরে দেখতে চায় আইএসপিএবি। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয় তাহলে ভবিষ্যতে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সাথে ৫ শতাংশ ভ্যাট দিতে অনিচ্ছা প্রকাশ করে। এই ভ্যাটটা আমরা আদায় করতে পারি না। আইএসপিএবির সদস্যরা একমত হয়েছে যে, সরকারের সাথে একসাথে কাজ করার লক্ষ্যে এবং দেশের উন্নতির জন্য রাজস্ব নিশ্চিত করতে গ্রাহকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।

এর আগে, ২২ মে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য নতুন করে এক দেশ এক রেট জারি করে বিটিআরসি। সে অনুযায়ী জুলাই থেকে সারা দেশে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবার মাসিক মূল্য নির্ধারণ করা হয় সর্বোচ্চ ৪০০ টাকা। এ ছাড়া ১০ এমবিপিএস ইন্টারনেট সেবার দাম ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের জন্য ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করে বিটিআরসি।

আইএসপিএবি জানায়, প্রতি সংযোগের মাসিক ফির সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রদান এবং মাসিক বিলের রিসিট প্রদান করতে আইএসপিদের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।