ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সুজুকির জিক্সার ২৫০ সিসির মোটরসাইকেল

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সুজুকির জিক্সার ২৫০ সিসির দুটি মোটরসাইকেল দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল ।

সুজুকি বাংলাদেশ বলছে, তাদের এ মোটরসাইকেল ‘মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইন দিয়ে’ বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে ‘বিপ্লব’ আনবে।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে বাংলাদেশে এ সিরিজের উদ্বোধন করা হয়।

সুজুকি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন, যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।

সুজুকি জিক্সার ২৫০-এর দাম ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা। আর সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের দাম ৪ লাখ ৬৪ হাজার ৯৫০ টাকা।

এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চেসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস, এবং সুজুকির মোটোজিপি-অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে সুজুকির সব অনুমোদিত ডিলার পয়েন্টে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ পাওয়া যাচ্ছে।

৯১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।