• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির আরেক কর্মী গ্রেপ্তার

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির আরেক কর্মী গ্রেপ্তার

রাইজিংসিলেট- সুনামগঞ্জের জগন্নাথপুরে হাবিবুর রহমান হাবিল ৪৫) নামের বিএনপির আরেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১নবেম্বর)  তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাবিবুর রহমান হাবিল বাড়ি জগন্নাথপুর এলাকার মৃত আছিম উল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে মামলার ৩৭ নম্বর আসামি। তাকে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে দুইজনকে গ্রেপ্তার করে ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। পরে ৯ নভেম্বর আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

৬৫ বার পড়া হয়েছে।