raising sylhet
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের ডা. রঞ্জন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ডা. রঞ্জন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ।

অন্তর্র্বতীকালীন সরকারে আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। শপথের পর তাঁদের দপ্তর দেওয়া হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুপ্রদীপ চাকমা।

Advertisements

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা ১৭। এর মধ্যে তিনজন ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি। তাঁদের মধ্যে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা আজ শপথ নিয়েছেন। ফারুকী আজম এখনো শপথ নেননি।

৮৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।