সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে একজন আহত,তাহিরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দেলোয়ার হোসেন নামে (২২) একজন গুলিবিদ্ধ হয়েছে এবং হনুফা বেগম নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
শুক্রবার দেড়টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বুরুঙ্গাচড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আহমদ।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক সদস্যা ও বুরুঙ্গাচড়া গ্রামের সখিনা বেগম জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বুরুঙ্গচড়া গ্রামের পিছনে বাংলাদেশ সীমান্তের ভিতরের পাহাড়ি চড়ায় ৪-৫জন মহিলা সহ দেলোয়ার হোসেন নামে একজন গোসল করছিলেন। হঠাৎ ভারতীয় ৫/৬ জন বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে পাহাড়ি চড়াতে এসে কোনো কিছু না বলেই প্রথমে বৃদ্ধ হনুফা বেগমকে বেধড়ক পিটুনি দেয়। পরে ৫/৬ রাউন্ড এলোপাতাড়ি গুলি চুড়ে। একটি গুলি দেলোয়ার হোসেনের গায়ে লাগে। পরে গ্রামবাসী বিজিবিকে মোবাইল ফোনে বিষয়টি জানালে বিজিবি আসার পূর্বেই বিএসএফ চলে যায়। পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল পাটিয়েছেন তারা।
এইদিকে বিএসএফর গুলির শব্দে সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বুরুঙ্গা চড়া গ্রামের লোকজন ঘরবাড়ি ছেড়ে দূরে অবস্থান করছে।
ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার জাফর আহমদ বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউ’কে বলেন, বিএসএফর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এক বৃদ্ধ নারী আহত হয়েছেন। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে এবং সর্তক অবস্থানে রয়েছে।
৫ বার পড়া হয়েছে।