• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জের দিরাইয়ে যুব মহিলাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৩
সুনামগঞ্জের দিরাইয়ে যুব মহিলাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সুনামগঞ্জের দিরাইয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ইংরেজি বিষয়ক ও বেকার যুব মহিলাদের বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষকদের ও যুব উন্নয়ন অফিসে বেকার যুব মহিলাদের ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুশহাক আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জহির রায়হান, সাংবাদিক জিয়াউর রহমান লিটন প্রমুখ।

জানা যায়, ইউজিডিপি, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সে ৫০ জন শিক্ষককে ৬ দিনব্যাপী ইংরেজি বিষয়ক প্রশিক্ষণ ও ২০ জন বেকার যুব মহিলাকে ১০ দিনব্যাপি বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বার পড়া হয়েছে।