সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওর ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা।
সোমবার দুপুরে সংশ্লিষ্ট বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধে সরকারি নীতিমালা মানছেনা পিআইসি। সরকারি টাকা লুটপাটের মানসে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মনগড়াভাবে যেনতেন মাটি ফেলা হচ্ছে ফসলরক্ষা বাঁধে। এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলে কোনো ফল হয়নি। তাই বাঁধ নির্মাণে এসব অনিয়ম-দুর্নীতির বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানাই।
এসময় যারা ছিলেন, সাবেক ইউপি সদস্য হোসেন আলী, শুকুর আলী, আব্দুল জলিল, আবুল হাসান, আব্দুল ছামাদ, আব্দুল মজিদ, ইকবাল হোসেন, কাওসার আলম, সফিকুল ইসলাম, ইছরাজুল, তারা মিয়া, জলিল মিয়া, ইনুছ মিয়া, হযরত আলী, মিরাজ মিয়া, ইকবাল হোসেন, বাদল মিয়া, আফাজ উদ্দিন, মানিক মিয়া, রেজাউল প্রমুখ।
উল্লেখ্য, পিআইসি নং ৭১ নাইন্দার হাওর (পোল্ডার-১) সভাপতি রোস্তম আলী ও সদস্য সচিব ইরফান আলী এবং নাইন্দার হাওর (পোল্ডার-২) ৭২ নং পিআইসির সভাপতি জয়নাল আবেদীন ও সদস্য সচিব আবুল কালাম গংদের অনিয়মের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।