ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গাজায় গণহ ত্যা র প্রতিবাদে বি ক্ষো ভ

rising sylhet
rising sylhet
এপ্রিল ৭, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা৷ মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠেছে জেলা শহর৷এতে হাজার হাজার প্রতিবাদী মানুষ গাজাই ইসরায়িলি গণহত্যার প্রতিবাদ জানান। ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন।

সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভের আয়োজন করে ইমাম মুয়াজ্জিন পরিষদ।

এর আগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে সমবেত হন৷ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গাঁজায় যেভাবে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়া তুলা জরুরি। ইসরায়েলকে এই গণহত্যার জন্য চরম মূল্য দিতে হবে।

এসময় বক্তারা ফিলিস্তিনের পাশে বিশ্বের বিবেকবান মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে গাজায় হত্যাকান্ডের প্রতিবাদে হরতালে সংহতি জানিয়ে সুনামগঞ্জ শহরের দোকান পাট বন্ধ রাখেন ব্যবসায়িবৃন্দ।

বক্তরারা বলেন, গাজায় ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞ হচ্ছে কিন্তু জাতীয় সংঘ নিরব ভূমিকায়। নারকীয় হত্যান্ডের প্রতিবাদ ও হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে জাতীয় সংঘকে বার্তা পাঠাতে অন্তবর্তকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তরা বলেন, অচিরেই এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে বিশ্বব্যাপী যুদ্ধ সংগঠিত হওয়ার শঙ্কা জানান। আর এই যুদ্ধে দেশের লাখ লাখ মুসলিম জনতা প্রস্তুত রয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইজরায়েলকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।

 

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদানীয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল বছির, মাওলানা তোফাজ্জল হক আজিজ, মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা তৈযবুর রহমান, শাখাওয়াত হোসেন মোহন, মাওলানা রফিক আহমদ, আব্দুল রকিব,মুফতি আব্দুল হক, মাওলানা রুকুন উদ্দিন, মাওলনা বেলাল আহমদ বেলাল, মাওলানা কামরুজ্জামান, আব্দুল্লাহ, সুনামগঞ্জ প্রেসক্লকবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউর রহমান, সাংবাদিক গিয়াস চৌধুরীসহ শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।