রাইজিংসিলেট- সুনামগঞ্জে জমি নিয়ে সং ঘ র্ষে ৮০ জন আ হ ত। সুনামগঞ্জের ছাতকে দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামে দুপক্ষের সংঘর্ষে প্রায় ৮০ জন লোক আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় শামীম আহমদ ও গোলাম রব্বানীর লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শামীম আহমদ ও গোলাম রব্বানীর মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে গতকাল শনিবার সকাল ৭টায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৮০ জন লোক আহত হয়েছে। উভয় পক্ষে গুরুতর আহত সাহেব আলী (৩০), নিজাম উদ্দিন (৪৭), আকবর আলী (৩৫), তোফায়েল আহমদ (২৫), ইয়াবর আলী (৫০), আশিক আলী (৪৫), সানোয়ার হোসেন শামীম (৩৫), মইনুল ইসলাম (৩৬), আলীনুর (৩০), আব্দুল আহাদ (৪৮), শাহ আলম (৩৫), রুকন মিয়া (৩৬), সুজন মিয়া (২৮), জালাল মিয়া (২৭), হিরন মিয়া (২৬), কয়েস আহমদ (১৮), সুজন মিয়া (৩৫), রাসেল মিয়া (২১) ও আফতাব আলী (৫০)-কে (সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে) প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্র, জাহিদ পুর তদন্ত কেন্দ্র ও ছাতক থানার পুলিশ এবং ছাতক ও জগন্নাথপুর সেনাবাহিনীর ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আকরাম আলী জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।