রাইজিংসিলেট- সুনামগঞ্জে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
মঙ্গলবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
ঘরগুলো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশি কমিউনিটি অব মিশিগান নামের একটি সামাজিক সংগঠন।
সমাজকর্মী আব্দুল হানিফ কুটুর সভাপতিত্বে ও ফয়েজুল হাসান ফারফানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, সমাজকর্মী আমজাদ হোসেন লিমন, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, খলিল রহমান প্রমুখ।
৩২৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।