
রাইজিংসিলেট- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সুনামগঞ্জে মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে মিছিলের সূচনা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। মিছিলের আগে বাসস্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা ও ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সমাবেশে যোগ দেন। পরে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।