সুনামগঞ্জ মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ, স্কুলের শিক্ষার্থীদের হত্যার বিচার ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ শাখা।
অনতিবিলম্বে ঘাতকদের সনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার সরকার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করা হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে আন্দোলন দমনের নামে পুলিশ নির্বিচারে গুলী করে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও নিন্দা জানান আইনজীবীরা।
এসময় আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মল্লিক মইনুদ্দিন সোহেল, জেল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এডভোকেট আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।