• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে হোটেলে স্থানীয় তরুণ-তরুণী আটক

risingsylhet.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩
সুনামগঞ্জে হোটেলে স্থানীয় তরুণ-তরুণী আটক

রাইজিংসিলেট- সুনামগঞ্জ শহরের জামাইপাড়া রোডের এক আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তাদের আটক করা হয়।

হোটেলের মালিক শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান। আটক দুজন তার ইউনিয়নের বাসিন্দা দাবী করেন চেয়ারম্যান। তবে হোটেলের কক্ষ দেয়ার পর তরুণ-তরুণীর জাতীয় পরিচয়পত্র, বিবাহসনদসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন হয় ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। হোটেল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। বাধ্য হয়ে থানায় জানানো হয়েছে। পুলিশ এসে দুজনকে আটক করেছে।

হোটেল মালিক ও ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, এলাকার কেউ এলে না করতে পারি না। তবে পরিচয়পত্র ছাড়া কক্ষ দেয়ায় ম্যানেজারকে চাকুরিচ্যুত করা হবে।

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে হোটেলটিতে অভিযান চালিয়ে ওই তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের ব্যপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

৯৪ বার পড়া হয়েছে।