বর্ডারগার্ড বিজিবি সুনামগঞ্জ পৌর শহরের ব্রিজে অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি পিকআপসহ এক হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে ।
গতকাল সোমবার সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন টাস্কফোর্স অভিযানের মাধ্যমে এসব আটক করা হয়।আটককৃত মালালের মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ ৬৪ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দৃকৃত ভারতীয় শাড়ী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টাস্কফোর্স অভিযানের নেতৃত্বদেন জেলা প্রশাসক কার্যালর্যের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।